১. এলাকার সুপেয় পানি সরবরাহ করন ।
২. স্যানিটারী ল্যাট্রিন স্থাপনে জনগনকে উদ্ধুদ্ধ করন ।
৩. সরকার নির্ধারিত মূল্যে স্যানিটারী ল্যাট্রিন সরবরাহ করন ।
৪. হত দরিদ্র লোকজনের মাঝে বিনামূল্য স্যানিটারী ল্যাট্রিন সেট বিতরণ ।
৫. নলকুপ রক্ষনাবেক্ষন কাজে জনগণকে সহায়তা প্রদান ।
৬. নলকুপের পানি গুনাগুন পরীক্ষাকরন, পরিবারের সকলের ব্যক্তিগত স্বাস্থ্য বিধি পালনে বিভিন্ন
প্রক্রিয়ায় উদ্ধুদ্ধ করন ।
৭. আঞ্চলিক পরীক্ষাগার (ল্যাবরেটরীর) এর মাধ্যমে পানির গুনাগুন পরীক্ষা করা হয়।
যেমনঃ আয়রন, ক্লোরাইড ও আর্সেনিক
৮. প্রতিটি ৬নং হ্যান্ড পাম্প যুক্ত গভীর নলকুপের সহায়ক চাঁদা ৭০০০/- টাকার প্রে-অর্ডার গ্রহণ করে হতদরিদ্র জনগনের মাঝে গভীর নলকূপ
বিতরণ করা হয়।
৯. প্রতিটি সাবমার্সিবল পাম্প যুক্ত গভীর নলকুপের সহায়ক চাঁদা ১০০০০/- টাকার প্রে-অর্ডার গ্রহণ করে হতদরিদ্র জনগনের মাঝে গভীর নলকূপ
বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস